আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫১- কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৯০
আল্লাহর বাণীঃ لا تتخذوا عدوي "(হে মু’মিনগণ) আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না" (৬০ঃ১)
৪৫৩০। আলী (রাহঃ) হতে বর্ণিত যে, সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) কে “হে মুমিনগণ! আমার শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না” আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষের বর্ণনার মাঝে তো এমনই পাওয়া যায়। আমি এ হাদীসটি আমর ইবনে দীনার (রাহঃ) থেকে মুখস্ত করেছি। এর মধ্য থেকে একটি অক্ষরও আমি বাদ দেইনি। আমার ধারণা, আমর ইবনে দীনার (রাহঃ) থেকে আমি ব্যতীত আর কেউ এ হাদীস মুখস্ত করেনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন