শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১৫
সালাতের ওয়াক্ত
৯১৫। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ).... যির (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আব্দুল্লাহ্ (রাযিঃ) বলেছেন আমাদেরকে সূর্যোদয়, সূর্যাস্ত ও ঠিক বিপ্রহরের সময় সালাত আদায়) থেকে নিষেধ করা হত।
915 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ عَاصِمٍ , عَنْ ذَرٍّ قَالَ: قَالَ لِي عَبْدُ اللهِ: «كُنَّا نُنْهَى عَنِ الصَّلَاةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ , وَعِنْدَ غُرُوبِهَا وَنِصْفَ النَّهَارِ»
