শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১৪
সালাতের ওয়াক্ত
৯১৪। ইউনুস (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

ব্যাখ্যা

তাঁরা (ফকীহ আলিমগণ) বলেছেন: এই সমস্ত হাদীস মুতাবিক যা আমরা উল্লেখ করেছি, কোন ব্যক্তি আসবের কিছু অংশ পেলেই আসরকে পেয়ে যায়, তাহলে সাব্যস্ত হলো যে, এর শেষ ওয়াক্ত সূর্য অস্তমিত হওয়া (পর্যন্ত)। যাঁরা এইমত পোষণ করেছেন তাঁদের মধ্যে ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)ও রয়েছেন। আর যাদের মতে এর শেষ ওয়াক্ত সূর্যের (রং) পরিবর্তন হওয়া পর্যন্ত, তাঁদের দলীল হল রাসূলুল্লাহ্ থেকে বর্ণিত সেই হাদীস, যাতে তিনি সূর্য অস্তমিত হওয়ার সময়ে সালাত থেকে নিষেধ করেছেন। তা থেকে কিছু হাদীস নিম্নরূপঃ
914 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ زَيْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ قَالُوا: فَلَمَّا كَانَ مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ مَا ذَكَرْنَا فِي هَذِهِ الْآثَارِ مُدْرِكًا لَهَا , ثَبَتَ أَنَّ آخِرَ وَقْتِهَا هُوَ غُرُوبُ الشَّمْسِ. وَمِمَّنْ قَالَ بِذَلِكَ: أَبُو حَنِيفَةَ , وَأَبُو يُوسُفَ , وَمُحَمَّدُ بْنُ الْحَسَنِ رَحِمَهُمُ اللهُ تَعَالَى. فَكَانَ مِنْ حُجَّةِ مَنْ ذَهَبَ إِلَى أَنَّ آخِرَ وَقْتِهَا إِلَى أَنْ تَتَغَيَّرَ الشَّمْسُ , مَا قَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَهْيِهِ عَنِ الصَّلَاةِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯১৪ | মুসলিম বাংলা