শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৯০৩
সালাতের ওয়াক্ত
৯০৩। ইব্‌ন আবী দাউদ (রাহঃ)..... জাবির ইব্‌ন আব্দিল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার এক ব্যক্তি নবী সাঃ কে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আমার সঙ্গে সালাত আদায় কর। রাসূলুল্লাহ্ (সা:)ফজরের সালাত আদায় করলেন যখন সুবহে সাদিকের উন্মেষ ঘটে । তারপর সূর্য হেলে পড়ার সাথে সাথে যুহরের সালাত আদায় করলেন। এরপর আসরের সালাত আদায় করলেন যখন মানুষের ছায়া তার সমপরিমাণ হল। তরপর মাগরিবের সালাত আদায় করলেন যখন সূর্য অস্তমিত হল। এরপর শাফাক অদৃশ্য হওয়ার পূর্বে ই‘শার সালাত আদায় করলেন। তারপর ফজরের সালাত ফর্সা করে আদায় করলেন। তারপর (দ্বিতীয় দিন) যুহরের সালাত আদায় করলেন যখন মানুষের ছায়া তার সমপরিমাণ হল, আসরের সালাত আদায় করলেন যখন মানুষের ছায়া দ্বিগুণ হল; মাগরিবের সালাত ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পূর্বে আদায় করলেন। তারপর ই‘শার সালাত এমন সময় আদায় করলেন যে কেউ কেউ বললেন ঃ রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর, আবার কেউ কেউ বলেন অর্ধেক রাতের পর (আদায় করেছেন)।
903 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا حَامِدُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ، قَالَ: ثنا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: سَأَلَ رَجُلٌ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَقْتِ الصَّلَاةِ , فَقَالَ: " صَلِّ مَعِي فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ حِينَ تَطْلُعُ الْفَجْرُ ثُمَّ صَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَهُ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ , حِينَ وَجَبَتِ الشَّمْسُ , ثُمَّ صَلَّى الْعِشَاءَ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ , ثُمَّ صَلَّى الصُّبْحَ فَأَسْفَرَ ثُمَّ صَلَّى الظُّهْرَ حِينَ كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَهُ , ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَيْهِ ثُمَّ صَلَّى الْمَغْرِبَ قَبْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ , ثُمَّ صَلَّى الْعِشَاءَ , فَقَالَ بَعْضُهُمْ: ثُلُثُ اللَّيْلِ وَقَالَ بَعْضُهُمْ: شَطْرُ اللَّيْلِ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯০৩ | মুসলিম বাংলা