শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯০২
সালাতের ওয়াক্ত
৯০২। ইব্ন আবী দাউদ (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (সা:) বলেছেন, ইনি হচ্ছেন, জিবরাঈল (আ) যিনি তোমাদেরকে তোমাদের দ্বীনের বিষয়ে শিক্ষা দেন। তারপর অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি ই‘শার সালাতের ব্যাপারে বলেছেন : তিনি দ্বিতীয় দিন তা আদায় করেছেন যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গিয়েছিল ।
902 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، قَالَ: ثنا الْفَضْلُ بْنُ مُوسَى الشَّيْبَانِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «هَذَا جَبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ يُعَلِّمُكُمْ أَمْرَ دِينِكُمْ» . ثُمَّ ذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: فِي الْعِشَاءِ الْآخِرَةِ «وَصَلَّاهَا فِي الْيَوْمِ الثَّانِي حِينَ ذَهَبَتْ سَاعَةٌ مِنَ اللَّيْلِ»
