শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৯১
আন্তর্জাতিক নং: ৮৯৩
আযান শুনে যা বলা মুস্তাহাব।
৮৯১-৮৯৩। রবী— ইব্‌ন সুলায়মানুল মুয়াযযিন (রাহঃ) ...... সা'দ (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (সা:)থেকে বর্ণনা করেন যে , তিনি বলেছেন যে ব্যাক্তি মুয়াজ্জিন কে আযান দিতে শুনে বলবে:

وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ , رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا

“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং তিনি এক, তাঁর কোন শরীক নেই, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল। আমি স্বতস্ফূর্তভাবে আল্লাহ্‌কে রব, ইসলামকে আমার দীন মেনে নিয়েছি।” তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে।

ইউনুস ইব্‌ন আব্দিল আ'লা (রাহঃ) লায়স (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।

রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ..... হাকীম ইব্‌ন আব্দিল্লাহ্ ইব্‌ন কায়স (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তাঁর রিওয়ায়াতে এ শব্দগুলো অতিরিক্ত আছে : “যে ব্যক্তি মুয়াজ্জিনকে শুনে শাহাদত এর বাক্যগুলো বলবে”।
891 - مَا حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ قَالَ: ثنا اللَّيْثُ عَنِ الْحَكِيمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ , عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ , عَنْ سَعْدٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " مَنْ قَالَ: حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ , وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ , رَضِيتُ بِاللهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ "

892 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ، قَالَ: ثنا اللَّيْثُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

893 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْمُغِيرَةِ، عَنِ الْحَكِيمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ , وَزَادَ أَنَّهُ قَالَ: «مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৯১ | মুসলিম বাংলা