শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৬
আন্তর্জাতিক নং: ৮৯০
আযান শুনে যা বলা মুস্তাহাব।
৮৮৬-৮৯০। আবু বাকরা (রাহঃ)...... ঈসা ইবনে তালহা ইবনে উবাইদুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা মুআবিয়া ইবনে আবী সুফইয়ান (রাযিঃ) এর নিকট ছিলাম। মুয়াযযিন আযান দিতে গিয়ে বললেনঃ اللهُ أَكْبَرُ- اللهُ أَكْبَرُ মুআবিয়া (রাযিঃ) বললেনঃ اللهُ أَكْبَرُ- اللهُ أَكْبَرُ মুয়াযযিন বললেনঃ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ মুআবিয়া (রাযিঃ) বললেন أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ মুয়াযযিন বললেনঃ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ মুআবিয়া (রাযিঃ) বললেন أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ অবশেষে মুয়াযযিন حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ পর্যন্ত পৌঁছলে তিনি বললেনঃ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ ইয়াহয়া (রাহঃ) বওেলন, আমাকে জনৈক ব্যক্তি বর্ণনা করল যে, মুআবিয়া (রাযিঃ) যখন এই বাক্যগুলো বললেন, তখন তিনি বললেনঃ তোমাদের নবী (ﷺ) কে অনুরূপ বলতে শুনেছি।

আবু বাকরা (রাহঃ) মুহাম্মাদ ইব্‌ন আমর (রাহঃ) তাঁর পিতা-পিতামহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, মু'আবিয়া (রাযিঃ) অনুরূপ বলেছেন। তারপর তিনি বলেছেন : রাসূলুল্লাহ্ (সা:)অনুরূপ বলেছেন।

ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা (রাহঃ) আব্দুল্লাহ্ ইব্‌ন আলকামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার মু'আবিয়া (রাযিঃ)-এর পাশে বসা ছিলাম। তার পর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। এর পর মু'আবিয়া (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ (সা:)কে অনুরূপ বলতে শুনেছি।

আবু বিশর রকী (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এটাও বর্ণিত আছে যে, তিনি আযানের সময় এ শব্দমালা বলতেন এবং তা বলার নির্দেশ দিতেনঃ
886 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الْقُرَشِيِّ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ , قَالَ: كُنَّا عِنْدَ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ , فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَالَ: «اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ» فَقَالَ مُعَاوِيَةُ: «اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ» فَقَالَ: «أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ» فَقَالَ مُعَاوِيَةُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ , فَقَالَ مُعَاوِيَةُ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ حَتَّى بَلَغَ: «حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ» فَقَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»

887 - قَالَ يَحْيَى: وَحَدَّثَنِي رَجُلٌ أَنَّ مُعَاوِيَةَ لَمَّا قَالَ ذَلِكَ قَالَ: «هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ يَقُولُ»

888 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ سَعِيدُ بْنُ عَامِرٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ مُعَاوِيَةَ، قَالَ مِثْلَ ذَلِكَ , ثُمَّ قَالَ: هَكَذَا قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

889 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي أَيْضًا يَعْنِي دَاوُدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَلْقَمَةَ، قَالَ: كُنْتُ جَالِسًا إِلَى جَنْبِ مُعَاوِيَةَ , فَذَكَرَ مِثْلَهُ ثُمَّ قَالَ مُعَاوِيَةُ " هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ

890 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ يَحْيَى الْأَنْصَارِيُّ، أَنَّ عِيسَى بْنَ مُحَمَّدٍ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، {عَنْ أَبِيهِ} فَذَكَرَ نَحْوَهُ. وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيْضًا أَنَّهُ كَانَ يَقُولُ عِنْدَ الْأَذَانِ وَيَأْمُرُ بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৮৬ | মুসলিম বাংলা