শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৭৪
একজন কর্তৃক আযান এবং অপরজন কর্তৃক ইকামত দেয়া প্রসঙ্গে
৮৭৪। আবু উমাইয়া (রাহঃ) আব্দুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আব্দিল্লাহ্ ইবন যায়দ তাঁর পিতা-পিতামহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, যখন তাঁকে (স্বপ্নে) আযান (এর বাকাগুলো) দেখানো হয়, তখন নবী(ﷺ) বিলাল (রাযিঃ) কে (আযান দিতে নির্দেশ দিলেন, তিনি আযান দিলেন। তারপর তিনি আব্দুল্লাহ্ (রাযিঃ)-কে (ইকামত দিতে) নির্দেশ দিলেন, তিনি ইকামত দিলেন।
874 - بِمَا حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ قَالَ: ثنا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ , عَنْ أَبِي الْعُمَيْسِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ: «أَنَّهُ حِينَ أُرِيَ الْأَذَانَ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَذَّنَ , ثُمَّ أَمَرَ عَبْدَ اللهِ فَأَقَامَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৮৭৪ | মুসলিম বাংলা