শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪২
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪২। আলী ইব্ন শায়বা (রাহঃ)..... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে। তিনি বলেন, প্রতম আযানে حي على الفلاح -এর পরে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বাক্য (দুইবার বলার প্রচলন) ছিল।
842 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «كَانَ فِي الْأَذَانِ الْأَوَّلِ بَعْدَ الْفَلَاحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
