শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪১
মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪১। আলী (রাহঃ)..... আব্দুল আযীয ইব্ন রুফায় (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবু মাহযূরা (রাযিঃ)-কে বলতে শুনেছিঃ আমি কিশোর ছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেনঃ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বাক্য দুইবার বল।

আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) এই বাক্যগুলো আবু মাহযূরা (রাযিঃ)-কে শিহ্মা দিয়েছেন, তাহলে উক্ত বাক্য আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ)-এর হাদীসে বিষয়বস্তু অতিরিক্ত হবে এবং এর ব্যবহার (আমল) আবশ্যিক হবে। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের পরে তাঁর সাহাবাগণও তা ব্যবহার করেছেন।
841 - حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ، قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَحْذُورَةَ، قَالَ: كُنْتُ غُلَامًا صَبِيًّا فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمَّا عَلَّمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ أَبَا مَحْذُورَةَ كَانَ ذَلِكَ زِيَادَةً عَلَى مَا فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ , وَوَجَبَ اسْتِعْمَالُهَا. وَقَدِ اسْتَعْمَلَ ذَلِكَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَعْدِهِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান