শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৪০
৩- মুয়াযযিন কর্তৃক ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (ঘুমের চাইতে সালাত উত্তম) বলা
৮৪০। ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এক দল আলিম ফজরের আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ বলা মাকরূহ বলেছেন। তাঁরা এ বিষয়ে আব্দুল্লাহ ইব্ন যাযদ (রাযিঃ)-এর আযান সম্পর্কীয় সেই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নির্দেশ তিনি বিলাল (রাযিঃ)-কে আযান শিহ্মা দিয়েছেন। পহ্মান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং তাঁরা বলেছেন, ফজরের আযানে حي على الفلاح -এর পরে ওই বাক্যটি বলা মুস্তাহাব। এ বিষয়ে তাঁদের প্রমাণ হলো যে, যদিও আব্দুল্লাহ্ ইব্ন যায়দ (রাযিঃ)-এর হাদীসে এই কথাটি নেই, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ্ (ﷺ) এই বাক্যটি আবু মাহযূরা (রাযিঃ)-কে শিহ্মা দিয়েছেন এবং ফজরের আযানে তা অন্তর্ভুক্ত করার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন।

৭৭৩. আলী ইব্ন মা‘বাদ (রাহঃ)..... আবু মাহযূরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) তাঁকে ফজরের প্রথম আযানে الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ (বাক্য দুইবার বলা) শিহ্মা দিয়েছেন।
بَابُ قَوْلِ الْمُؤَذِّنِ فِي أَذَانِ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
قَالَ أَبُو جَعْفَرٍ: كَرِهَ قَوْمٌ أَنْ يُقَالَ: فِي أَذَانِ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِحَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ فِي الْأَذَانِ الَّذِي أَمَرَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْلِيمَهُ إِيَّاهُ بِلَالًا «فَأَمَرَ بِلَالًا بِالتَّأْذِينِ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَاسْتَحَبُّوا أَنْ يُقَالَ ذَلِكَ فِي التَّأْذِينِ لِلصُّبْحِ بَعْدَ الْفَلَاحِ. وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي ذَلِكَ أَنَّهُ وَإِنْ لَمْ يَكُنْ ذَلِكَ فِي حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ , فَقَدْ عَلَّمَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا مَحْذُورَةَ بَعْدَ ذَلِكَ وَأَمَرَهُ أَنْ يَجْعَلَهُ فِي الْأَذَانِ لِلصُّبْحِ
840 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ , قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ السَّائِبِ عَنْ أُمِّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ , عَنْ أَبِي مَحْذُورَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ فِي الْأَذَانِ الْأَوَّلِ مِنَ الصُّبْحِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ , الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ফজরের আযানে حَيَّ عَلَى الْفَلَاحِ বলার পর দু’বার الصلاة خير من النوم বলা সুন্নাত। আর এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৩৮৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান