শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৯০
আন্তর্জাতিক নং: ৭৯১
পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে
৭৯০-৭৯১। ইব্ন মারযূক (রাহঃ) ও সুলায়মান ইব্ন শুয়াইব (রাহঃ)..... আবু রাফি (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন একদিনে (সমস্ত বা কতেক) স্ত্রীদের নিকট যেতেন তখন তিনি ইনার নিকট গোসল করতেন এবং উনার নিকট গোসল করতেন, (অর্থাৎ তিনি প্রত্যেকের নিকট গোসল করতেন)। বলা হল, হে আল্লাহর রাসূল ! যদি আপনি একইবার গোসল করতেন (তাহলে কি অসুবিধা ?) তিনি বললেন, এটা অধিকতর পবিত্রতা ও পরিচ্ছন্নতা।
প্রশ্নকারীকে বলা হবেঃ এতে এরূপ শব্দ রয়েছে, যাতে বুঝা যাচ্ছে যে, গোসল ওয়াজিব নয়। আর তা হচ্ছে তাঁর উক্তিঃ “অধিকতর পবিত্রতা ও পরিচ্ছন্নতা”। তাঁর (ﷺ) থেকে এরূপও বর্ণিত আছে যে, তিনি একই গোসল দ্বারা সকল স্ত্রীদের নিকট গমন করতেন।
প্রশ্নকারীকে বলা হবেঃ এতে এরূপ শব্দ রয়েছে, যাতে বুঝা যাচ্ছে যে, গোসল ওয়াজিব নয়। আর তা হচ্ছে তাঁর উক্তিঃ “অধিকতর পবিত্রতা ও পরিচ্ছন্নতা”। তাঁর (ﷺ) থেকে এরূপও বর্ণিত আছে যে, তিনি একই গোসল দ্বারা সকল স্ত্রীদের নিকট গমন করতেন।
كتاب الطهارة
790 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ وَأَبُو الْوَلِيدِ قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ح.
791 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَمَّتِهِ سَلْمَى عَنْ أَبِي رَافِعٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا طَافَ عَلَى نِسَائِهِ فِي يَوْمٍ , فَجَعَلَ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ. فَقِيلَ يَا رَسُولَ اللهِ , لَوْ جَعَلْتَهُ غُسْلًا وَاحِدًا فَقَالَ: «هَذَا أَزْكَى وَأَطْهَرُ وَأَطْيَبُ» قِيلَ لَهُ: فِي هَذَا مَا يَدُلُّ عَلَى أَنَّ ذَلِكَ لَمْ يَكُنْ عَلَى الْوُجُوبِ , لِقَوْلِهِ «هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ» . وَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ طَافَ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ
791 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَمَّتِهِ سَلْمَى عَنْ أَبِي رَافِعٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا طَافَ عَلَى نِسَائِهِ فِي يَوْمٍ , فَجَعَلَ يَغْتَسِلُ عِنْدَ هَذِهِ وَعِنْدَ هَذِهِ. فَقِيلَ يَا رَسُولَ اللهِ , لَوْ جَعَلْتَهُ غُسْلًا وَاحِدًا فَقَالَ: «هَذَا أَزْكَى وَأَطْهَرُ وَأَطْيَبُ» قِيلَ لَهُ: فِي هَذَا مَا يَدُلُّ عَلَى أَنَّ ذَلِكَ لَمْ يَكُنْ عَلَى الْوُجُوبِ , لِقَوْلِهِ «هَذَا أَزْكَى وَأَطْيَبُ وَأَطْهَرُ» . وَقَدْ رُوِيَ عَنْهُ أَنَّهُ طَافَ عَلَى نِسَائِهِ بِغُسْلٍ وَاحِدٍ