শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭৮৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে
৭৮৪। রবীউল জীযী (রাহঃ) আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল ! আমি আমার স্ত্রীর সঙ্গে সঙ্গম করি তারপর ঘুমাতে ইচ্ছা করি (এর বিধান কি?)।তিনি বলেছেন, উযূ করে ঘুমিয়ে পড়।

ব্যাখ্যা
জানাবাতগ্রস্ত ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে মুতাওয়াতির সূত্রে হাদীসসমূহ এসেছে, যখন সে ঘুমাতে ইচ্ছা করে তখন সেই আমল করবে, যা আমরা উল্লেখ করেছি (অর্থাৎ উযূ করে ঘুমাবে)।তাঁর পরবর্তীতে সাহাবীগণের এক জামাতও অনুরূপ বলেছেন।তাঁদের মধ্যে আয়িশা (রাযিঃ) অন্যতম। ইতিপূর্বে আমরা তাঁর সূত্রে তাঁর নিজস্ব অভিমত উল্লেখ করেছি।যায়দ ইব্ন সাবিত (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ
كتاب الطهارة
784 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا ابْنُ لَهِيعَةَ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَنَافِعُ بْنُ يَزِيدَ، نَحْوَ ذَلِكَ , عَنِ ابْنِ الْهَادِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ خَبَّابٍ، عَنْ " أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللهِ أَصَبْتُ أَهْلِي وَأُرِيدُ النَّوْمَ قَالَ: «تَوَضَّأْ وَارْقُدْ» فَقَدْ تَوَاتَرَتِ الْآثَارُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجُنُبِ إِذَا أَرَادَ النَّوْمَ , بِمَا ذَكَرْنَا. وَقَدْ قَالَ: بِذَلِكَ نَفَرٌ مِنَ الصَّحَابَةِ مِنْ بَعْدِهِ , مِنْهُمْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا قَدْ ذَكَرْنَا ذَلِكَ عَنْهَا , مِنْ رَأْيِهَا فِيمَا تَقَدَّمَ. وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا , عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৭৮৪ | মুসলিম বাংলা