শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭৭০
আন্তর্জাতিক নং: ৭৭১
পবিত্রতা অর্জনের অধ্যায়
জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে
৭৭০-৭৭১। আলী ইব্ন শায়বা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।তবে তিনি এতটুকু অতিরিক্ত বলেছেন, তিনি নিজের লজ্জাস্থান ধৌত করতেন।
রবীউল মুয়াযযিন (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আয়িশা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু আমির (রাহঃ) আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে যুহরী (রাহঃ)..... আবু সালামা (রাহঃ)-এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন।
সুতরাং আসওয়াদ (রাহঃ) ব্যতীত অন্য রাবীগণ, যারা আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সেই হাদীসের অনুকূলে রিওয়ায়াত করেছেন, যা ইবরাহীম (রাহঃ) আসওয়াদ (রাহঃ) থেকে তিনি আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন।
আয়িশা (রাযিঃ) থেকে তাঁর উক্তিও অনুরূপ বর্ণিত আছেঃ
রবীউল মুয়াযযিন (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আয়িশা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু আমির (রাহঃ) আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে যুহরী (রাহঃ)..... আবু সালামা (রাহঃ)-এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন।
সুতরাং আসওয়াদ (রাহঃ) ব্যতীত অন্য রাবীগণ, যারা আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সেই হাদীসের অনুকূলে রিওয়ায়াত করেছেন, যা ইবরাহীম (রাহঃ) আসওয়াদ (রাহঃ) থেকে তিনি আয়িশা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে রিওয়ায়াত করেছেন।
আয়িশা (রাযিঃ) থেকে তাঁর উক্তিও অনুরূপ বর্ণিত আছেঃ
كتاب الطهارة
770 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَزَادَ «وَيَغْسِلُ فَرْجَهُ» .
771 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَبَا عَمْرٍو، مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ حَدِيثِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي سَلَمَةَ فَهَذَا غَيْرُ الْأَسْوَدِ , قَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ مَا رَوَى إِبْرَاهِيمُ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مِنْ قَوْلِهَا , مِثْلُ ذَلِكَ
771 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَبَا عَمْرٍو، مَوْلَى عَائِشَةَ أَخْبَرَهُ عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ حَدِيثِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي سَلَمَةَ فَهَذَا غَيْرُ الْأَسْوَدِ , قَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ مَا رَوَى إِبْرَاهِيمُ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا مِنْ قَوْلِهَا , مِثْلُ ذَلِكَ