আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৭৯
২৫৫০. আল্লাহর বাণীঃ حور مقصورات في الخيام "তারা তাবুতে সুরক্ষতি হুর" (৫৫ঃ ৭২)
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, حور অর্থ কালো মণিযুক্ত চক্ষু।
মুজাহিদ (রাহঃ) বলেন, مقصورات অর্থ محبوسات মানে তাদের দৃষ্টি এবং তাদের সত্তা তাদের স্বামীদের জন্য সুরক্ষিত থাকবে।
قاصرات তারা তাদের জন্যই নির্ধারিত থাকবে। তারা তাদের ব্যতীত অন্য কাউকে স্বামী হিসাবে গ্রহণ করার আকাঙ্ক্ষাও করবে না।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, حور অর্থ কালো মণিযুক্ত চক্ষু।
মুজাহিদ (রাহঃ) বলেন, مقصورات অর্থ محبوسات মানে তাদের দৃষ্টি এবং তাদের সত্তা তাদের স্বামীদের জন্য সুরক্ষিত থাকবে।
قاصرات তারা তাদের জন্যই নির্ধারিত থাকবে। তারা তাদের ব্যতীত অন্য কাউকে স্বামী হিসাবে গ্রহণ করার আকাঙ্ক্ষাও করবে না।
৪৫১৯। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... কায়স (রাহঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন- রাসূল (ﷺ) বলেছেন, জান্নাতের মধ্যে ফাঁপা মোতির একটি তাঁবু থাকবে যা হবে ষাট মাইল প্রশস্ত। এর প্রতি কোণে থাকবে হুরসমূহ। এদের এক কোণের লোক অপর কোণের লোককে দেখতে পাবে না। ঈমানদার লোকেরা তাদের কাছে যাবে। এতে থাকবে দুটি উদ্যান , যার সমুদয় পাত্র এবং ভেতরের সকল বস্তু হবে রূপার তৈরী। অনুরূপ আরো দুটি উদ্যান থাকবে, যার পাত্র এবং অভ্যন্তরীণ সমস্ত জিনিস হবে স্বর্ণের নির্মিত। জান্নাতে-আদনের মধ্যে জান্নাতবাসী এবং তাদের প্রতিপালকের দর্শন লাভের মাঝখানে আল্লাহর বড়ত্বের প্রভাময় আভা ভিন্ন আর কিছু থাকবে না।


বর্ণনাকারী: