শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৭২
তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৭২। মুহাম্মাদ ইবন হাজ্জাজ (রাহঃ)...... আম্মার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেছেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল, এ বলে আ'মাশ (রাহঃ) মাটির উপর হাত মারলেন, এর পর উভয় হাত ফুঁকলেন এবং উভয় হাত দ্বারা চেহারা ও দুই হাতের কবজি পর্যন্ত মাসেহ করলেন।
672 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمَّارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «إِنَّمَا يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا» وَضَرَبَ الْأَعْمَشُ بِيَدَيْهِ الْأَرْضَ ثُمَّ نَفَخَهُمَا وَمَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ


বর্ণনাকারী: