শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৬৯
তায়াম্মুমের পদ্ধতি কিরূপ
৬৬৯। আলী ইবন মা'বাদ (রাহঃ)....... সাঈদ ইবন আব্দুর রহমান ইবন আব্যা (রাহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন যে, আম্মার ইবন ইয়াসির (রাযিঃ) নবী-কে তায়াম্মুমের ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি তাঁকে চেহারা ও দুই হাতের কবজি পর্যন্ত (মাসেহ করার) নির্দেশ প্রদান করেন।
669 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ , عَنْ سَعِيدٍ , عَنْ قَتَادَةَ , عَنْ عَزْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى , عَنْ أَبِيهِ «أَنَّ عَمَّارَ بْنَ يَاسِرٍ سَأَلَ نَبِيَّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّيَمُّمِ , فَأَمَرَهُ بِالْوَجْهِ وَالْكَفَّيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৯ | মুসলিম বাংলা