শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬৪৯
আন্তর্জাতিক নং: ৬৫০
হালাল পশুর পেশাবের বিধান
৬৪৯-৬৫০। রবীউল মুয়াযিন (রাহঃ) ও ইবন আবী দাউদ (রাহঃ)...... তারিক ইবন সুওয়াঈদ হাযরামী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল! আমাদের এলাকায় আঙ্গুর উৎপন্ন হয়, আমরা এর থেকে রস বের করি (মদ প্রস্তুত করি), আমরা কি এর থেকে পান করতে পারব? তিনি বললেন, না। আমি পুনরার তাঁকে বললাম। তিনি বললেন, না। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমরা এর দ্বারা রোগীর ওষুধ তথা চিকিৎসা করি। তিনি বললেন, ওটা ব্যাধি, শিফা (নিরাময়) নয়, যেমনটি আব্দুল্লাহ্ ইবন মাসউদ এবং রাসূলুল্লাহ্ -এর অপরাপর সাহাবীগণ বলেছেন।
649 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، ح

650 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ طَارِقِ بْنِ سُوَيْدٍ الْحَضْرَمِيِّ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا , فَنَشْرَبُ مِنْهَا , قَالَ: «لَا» فَرَاجَعْتُهُ فَقَالَ: «لَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ , إِنَّا نَسْتَشْفِي بِهَا الْمَرِيضَ قَالَ: «ذَاكَ دَاءٌ , وَلَيْسَ بِشِفَاءٍ» وَكَمَا قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ وَغَيْرُهُ , مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৪৯ | মুসলিম বাংলা