শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬২৬
মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত অর্জন করবে।
৬২৬। সুলায়মান ইবন শু'আইব (রাহঃ)..... সাঈদ ইবন জুবাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, একবার জনৈকা মহিলা ইব্‌ন আব্বাস (রাযিঃ) এর নিকট একটি পত্র নিয়ে আসে। তখন তাঁর দৃষ্টিশক্তি লোপ পেয়েছে। তিনি উক্ত পত্র তাঁর ছেলের হাতে দিলেন। ছেলেটি অতি দ্রুত তা পড়ে ফেললে তিনি পত্রটি আমাকে দিয়ে দিলেন। আমি তা পড়লাম। তিনি তাঁর ছেলেকে বললেন, তুমি এমনটি কেন পড়লে না যেমনটি এই মিসরী বালকটি পড়েছে। তাতে ছিল : "বিস্‌মিল্লাহির রহমানির রাহীম। জনৈকা মুসলিম নারীর পক্ষ থেকে। সে ইস্তিহাযায় আক্রান্ত, তাই সে আলী (রাযিঃ) কে এর সমাধান সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তিনি তাকে গোসল করে সালাত আদায়ের নির্দেশ দিলেন। এরপর তিনি (ইন আব্বাস রা) বললেন, হে আল্লাহ্! আমি আলী (রাযিঃ) এ ব্যাপারে যা বলেছেন, তা ব্যতীত কিছু জানি না, একথা তিনি তিনবার বললেন। কাতাদা (রাহঃ) বলেন : আমার নিকট আযরা (রাহঃ) সাঈদ (রাহঃ) সূত্রে রিওয়ায়াত করেছে যে, তাঁকে বলা হয়েছিল যে, কুফা (শহর) শীত প্রধান এলাকা। তাই তার জন্য প্রত্যেক সালাতের সময় গোসল করা কষ্টকর। তিনি বললেনঃ যদি আল্লাহ্ চাইতেন তাহলে তাকে তার চাইতে কঠিনতর অবস্থার সম্মুখীন করতেন।
626 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ: أَنَّ امْرَأَةً، أَتَتِ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ بِكِتَابٍ , بَعْدَمَا ذَهَبَ بَصَرُهُ فَدَفَعَهُ إِلَى ابْنِهِ فَتَتَرْتَرَ فِيهِ , فَدَفَعَهُ إِلَيَّ فَقَرَأْتُهُ , فَقَالَ لِابْنِهِ: أَلَا هَذْرَمْتَهُ كَمَا هَذْرَمَهُ الْغُلَامُ الْمِصْرِيُّ؟ . فَإِذَا فِيهِ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ , مِنِ امْرَأَةٍ مِنَ الْمُسْلِمِينَ , أَنَّهَا اسْتُحِيضَتْ , فَاسْتَفْتَتْ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ , فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ وَتُصَلِّيَ فَقَالَ: «اللهُمَّ لَا أَعْلَمُ الْقَوْلَ إِلَّا مَا قَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ» ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ قَتَادَةُ: وَأَخْبَرَنِي عُزْرَةُ , عَنْ سَعِيدٍ أَنَّهُ قِيلَ لَهُ: إِنَّ الْكُوفَةَ أَرْضٌ بَارِدَةٌ , وَأَنَّهُ يَشُقُّ عَلَيْهَا الْغُسْلُ لِكُلِّ صَلَاةٍ , فَقَالَ: «لَوْ شَاءَ اللهُ لَابْتَلَاهَا بِمَا هُوَ أَشَدُّ مِنْهُ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬২৬ | মুসলিম বাংলা