শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৬২২
আন্তর্জাতিক নং: ৬২৫
মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত অর্জন করবে।
৬২২ - ৬২৫। রবী' ইবন সুলায়মানুল মুয়াযিন (রাহঃ).... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, উম্মু হাবীবা বিনত জাহশ (রাযিঃ) সাত বছর পর্যন্ত ইস্তিহাযায় ছিলেন। তাই তিনি এ বিষয়ে নবী (ﷺ) কে জিজ্ঞাসা করেন। তিনি তাঁকে গোসল করার নির্দেশ দিলেন এবং বললেনঃ এটা তো শিরা থেকে বেরিয়ে আসা রক্ত, হায়য নয়। তাই তিনি প্রত্যেক সালাতের সময় গোসল করতেন।

ইউনুস (রাহঃ)... উরওয়া (রাহঃ) আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। লায়স (রাহঃ) বলেন, ইবন শিহাব (রাহঃ) এটা উল্লেখ করেননি যে, রাসূলুল্লাহ্ (ﷺ) উম্মু হাবীবা (রাযিঃ)কে প্রত্যেক সালাতের সময় গোসল করার নির্দেশ দিয়েছিলেন।

ইসমাঈল ইবন ইয়াহইয়া মুযানী (রাহঃ)... আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু (বর্ণনাকারী ইবরাহীম ইবন সা'দ) লায়স (রাহঃ)-এর উক্তি উল্লেখ করেননি।

ইসমাঈল (রাহঃ)..... আয়েশা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি লায়সের
উক্তি উল্লেখ করেন নি।

ফকীহদের অভিমত

বস্তুত তাঁরা (ফকীহ আলিমগণ) বলেছেন: দেখুন না! এই উম্মু হাবীবা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে এমনটি করতেন, যেহেতু তিনি তাঁকে গোসলের নির্দেশ দিয়েছিলেন। সুতরাং তাঁর নিকট প্রত্যেক সালাতের সময় গোসল করা আবশ্যক ছিল। রাসূলুল্লাহ্ -এর পরবর্তীতে আলী (রাযিঃ) ও ইবন আব্বাস (রাযিঃ) ও অনুরূপ অভিমত পোষণ করেছেন এবং তাঁরা এরূপই ফাতওয়া দিয়েছেন।
622 - حَدَّثَنَا رَبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، وَعَمْرَةَ , عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا: أَنَّ أُمَّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَسَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ , فَأَمَرَهَا أَنْ تَغْتَسِلَ وَقَالَ: «إِنَّ هَذِهِ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ» فَكَانَتْ هِيَ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ

623 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ قَالَ اللَّيْثُ: لَمْ يَذْكُرِ ابْنُ شِهَابٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أُمَّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ

624 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى الْمُزَنِيُّ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، قَالَ: أنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، سَمِعَ ابْنُ شِهَابٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ

625 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: ثنا مُحَمَّدٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ قَوْلَ اللَّيْثِ. قَالُوا: فَهَذِهِ أُمُّ حَبِيبَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَدْ كَانَتْ تَفْعَلُ هَذَا فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , لِأَمْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِيَّاهَا بِالْغُسْلِ , فَكَانَ ذَلِكَ عِنْدَهَا , عَلَى الْغُسْلِ لِكُلِّ صَلَاةٍ وَقَدْ قَالَ ذَلِكَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ , وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ بَعْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْتَيَا بِذَلِكَ
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬২২ | মুসলিম বাংলা