শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৭২
আন্তর্জাতিক নং: ৫৭৩
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৭২.ফাহাদ (রাহঃ) সাইদ ইবন জুবাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ইবন আব্বাস (রাযিঃ) ও ইবন উমার (রাযিঃ) উযূ ব্যতীত কুরআন তিলাওয়াত করতেন।

সুলায়মান ইবন শু'আইব (রাহঃ) সালামা ইবন কুহায়ল (রাহঃ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।
572 - مَا حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ قَالَ: ثنا الْحَسَنُ بْنُ صَالِحٍ قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ كُهَيْلٍ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: «كَانَ ابْنُ عَبَّاسٍ، وَابْنُ عُمَرَ يَقْرَآنِ الْقُرْآنَ , وَهُمَا عَلَى غَيْرِ وُضُوءٍ»

573 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৭২ | মুসলিম বাংলা