শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৫৮
আন্তর্জাতিক নং: ৫৬১
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৫৮ - ৫৬১। ইবন মারযুক (রাহঃ) আব্দুল্লাহ ইবন সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার আমি, আমাদের গোত্রের এক ব্যক্তি এবং বনু আসাদের একব্যক্তি আলী (রাহঃ)- এর নিকটে যাই,তখন তিনি তাদের উভয়কে এক কাজে পাঠালেন।এরপর বললেন ঃ তোমরা দু'জন শক্তিশালী ব্যক্তি দ্বীনের সাহায্য কর।রাবী বলেন,তারপর তিনি বায়তুল খালা(টয়লেটে) গেলেন, পরে সেখান থেকে বের হলেন এবং পাত্র ভরে পানি নিয়ে এতে চেহারা মাসেহ করে কুরআন তিলাওয়াত শুরু করে দিলেন।তিনি আমাদেরকে লক্ষ্য করলেন যেন আমরা তা অপছন্দ করছি।তখন তিনি বললেন,রাসূলুল্লাহ (স) 'বায়তুল খালা' থেকে বের হতেন এর পর আমাদেরকে কুরআন পড়াতেন (শিক্ষা দিতেন) এবং আমাদের সঙ্গে গোশত আহার করতেন।তাকে জানাবা ব্যতীত কোন বস্তু এ আমল থেকে বিরত রাখত না।

ইবন মারযূক (রাহঃ) আমর ইবন সালামা (রাহঃ) কে অনুরুপ বর্ণনা করতে শুনছি। তবে তিনি বলেছেন রাসূলুল্লাহ (স) পায়খানা থেকে ফিরে আসার পর কুরআন তেলওয়াত করতেন।
হুসাইন ইবন নসর (রাহঃ) ও সুলাইমান ইবন শু'আইব (রাহঃ) শু'বা থেকে অনুরুপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) শু'বা থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
558 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , عَنْ شُعْبَةَ , عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ سَلَمَةَ قَالَ: دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَا وَرَجُلٌ مِنَّا , وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ فَبَعَثَهُمَا فِي وَجْهٍ , ثُمَّ قَالَ: إِنَّكُمَا عِلْجَانِ فَعَالِجَا عَنْ دِينِكُمَا قَالَ: ثُمَّ دَخَلَ الْمَخْرَجَ , ثُمَّ خَرَجَ فَأَخَذَ حَفْنَةً مِنْ مَاءٍ فَمَسَحَ بِهَا وَجَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ , فَرَآنَا كَأَنَّا أَنْكَرْنَا عَلَيْهِ ذَلِكَ فَقَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنَ الْخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ , وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ , وَلَمْ يَكُنْ يَحْجِزُهُ عَنْ ذَلِكَ شَيْءٌ , لَيْسَ الْجَنَابَةَ»

559 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أنا عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ سَلَمَةَ، فَذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ فَيَقْرَأُ الْقُرْآنَ»

560 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، وَسُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَا: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

561 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا حَجَّاجٌ، قَالَ: ثنا شُعْبَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৫৮ | মুসলিম বাংলা