শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৪৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
জুনুবী,হায়যা নারী ও ওযু নেই এমন ব্যাক্তির কুরআন পাঠ সম্পর্কে।
৫৪৭. রবী'উল মুয়াযযিন (রাহঃ) ইবন আব্বাস (রাযিঃ) -এর আযাদকৃত গোলাম উমাইর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি ইবন আব্বাস (রাযিঃ) কে বলতে শুনেছেন ঃআমি এবং উম্মুল মুমুনীন মায়মুনা (রাযিঃ) -এর আযাদকৃত গোলাম আব্দুল্লাহ ইবন ইয়াসার (রাযিঃ) এলাম এবং আবুল জাহম ইবন হারিস জামেলের দিক থেকে আসছিলেন। জৈনক ব্যক্তির তার সাথে সাক্ষাত হলে সে তাকে সালাম করল।রাসূলুল্লাহ (স) তার সালামের উত্তর দিলেন না। তারপর তিনি দেয়ালের দিকে গেলেন এবং চেহারা ও উভয় হাত মাসেহ (তায়াম্মুম) করলেন। তারপর সালামের উত্তর প্রদান করলেন।
كتاب الطهارة
547 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللهِ بْنُ يَسَارٍ، مَوْلَى مَيْمُونَةَ رَضِيَ اللهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي الْجَهْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ فَقَالَ أَبُو الْجَهْمِ: أَقْبَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَحْوِ بِئْرِ جَمَلٍ، فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ , فَلَمْ يَرُدَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ , حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ "