শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৩৩
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫৩৩. ফাহাদ (রাহঃ)....শুরায়হ ইবন হানী (রাহঃ) থেকে বর্ণিনা করেন যে,তিনি বলেছেন একবার আমি আয়িশা (রাযিঃ) - এর কাছে এসে তাকে চামড়ার মোজায় মাসেহ সম্পর্কে জিজ্ঞাস করেছি। তিনি বললেন, আলী (রাযিঃ)- এর নিকট যাও, কেননা তিনি রাসূলুল্লাহ (ﷺ) - উযূ সম্পর্কে তাদের মধ্যে সর্বাপেক্ষা বেশী অবহিত এবং তিনি তার সঙ্গে সফর করতেন। আমি তার নিকট এসে জিজ্ঞাস করলাম।তিনি বললেন ঃ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত পর্যন্ত।
533 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا زُهَيْرٌ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ، عَنْ شُرَيْحِ بْنِ هَانِئٍ، قَالَ: " أَتَيْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَسَأَلْتُهَا عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَتْ: ايتِ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ فَإِنَّهُ أَعْلَمُهُمْ بِوُضُوءِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَافِرُ مَعَهُ فَأَتَيْتُهُ فَسَأَلْتُهُ , فَقَالَ: «يَوْمٌ وَلَيْلَةٌ لِلْمُقِيمِ , وَثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ لِلْمُسَافِرِ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫৩৩ | মুসলিম বাংলা