শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৩১
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫৩১. ফাহাদ (র.) .... আবু উসমান (রা.) থেকে বর্ণনা করেন যে, উমার (রা.) বলেছেনঃ যে ব্যক্তি পবিত্র অবস্থায় নিজের পা (মোজাতে) প্রবেশ করায়, সে ওই সময় থেকে একদিন একরাত অতিবাহিত হয়ে অনুরূপ সময় আসা পর্যন্ত তাতে মাসেহ্ করবে।
كتاب الطهارة
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
531 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ، قَالَ: أنا حَفْصٌ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «مَنْ أَدْخَلَ قَدَمَيْهِ وَهُمَا طَاهِرَتَانِ فَلْيَمْسَحْ عَلَيْهِمَا إِلَى مِثْلِ سَاعَتِهِ مِنْ يَوْمِهِ وَلَيْلَتِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান