শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫১৪
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫১৪. ইব্‌ন আবী দাউদ (র.) ..... আব্দিল্লাহ্ ইবন মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার আমি নবী (ﷺ)-এর সঙ্গে বসেছিলাম। এমন সময় মুরাদ গোত্রের সফওয়ান ইব্‌ন আস্সাল নামক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ্ রাসূল! আমি মক্কা এবং মদীনার মাঝে সফর করি। অতএব আমাকে চামড়ার মোজায় মাসেহ্ সম্পর্কে বিধান (সমাধান) জানিয়ে দিন। তিনি বললেনঃ মুসাফিরের জন্য তিনদিন (তিনরাত) এবং মুকীমের জন্য একদিন একরাত (পর্যন্ত)।
كتاب الطهارة
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
514 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا الصَّعْقُ بْنُ حَزَنٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْحَكَمِ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، وَعَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ الْأَسَدِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَجَاءَ رَجُلٌ مِنْ مُرَادٍ , يُقَالُ لَهُ صَفْوَانُ بْنُ عَسَّالٍ فَقَالَ: يَا رَسُولَ اللهِ , إِنِّي أُسَافِرُ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ , فَأَفْتِنِي عَنِ الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ فَقَالَ: «ثَلَاثَةُ أَيَّامٍ لِلْمُسَافِرِ , وَيَوْمٌ وَلَيْلَةٌ لِلْمُقِيمِ»
ত্বহাবী শরীফ - হাদীস নং ৫১৪ | মুসলিম বাংলা