শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৯০
আন্তর্জাতিক নং: ৪৯১
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৯০. আব্দুল্লাহ্ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন খাশীশ (র.) .... সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র.) থেকে বর্ণনা করেন যে, তিনি লজ্জাস্থান স্পর্শ কারণে উযূ আবশ্যক মনে করতেন না।

৪৯১. আবু বাকরা (র.) ..... হাসান (র.) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
490 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: ثنا هِشَامٌ، قَالَ: ثنا قَتَادَةُ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ «أَنَّهُ كَانَ لَا يَرَى فِي مَسِّ الذَّكَرِ وُضُوءًا»

491 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৯০ | মুসলিম বাংলা