শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৭৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৭৫. মুহাম্মাদ ইব্‌ন আব্বাস (র.) ...... আলী (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি পরোয়া করি না যে, আমি আমার নাক স্পর্শ করি বা কান অথবা লজ্জাস্থান।
كتاب الطهارة
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
475 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ، قَالَ: أنا مِسْعَرٌ، عَنْ قَابُوسٍ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ قَالَ: «مَا أُبَالِي أَنْفِي مَسَسْتُ أَوْ أُذُنِي أَوْ ذَكَرِي»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৭৫ | মুসলিম বাংলা