শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৪৭৪
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৭৪. সালিহ ইব্ন আব্দুর রহমান (র.) ..... ইব্ন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি লজ্জাস্থান স্পর্শ করার কারণে উযূ করাকে ওয়াজিব মনে করতেন না। ইনি হচ্ছেন ইব্ন আব্বাস (রা.)। তাঁর থেকে এর পরিপন্থীও বর্ণিত আছে, যা কাতাদা (র.) আতা (র.)-এর সূত্রে তাঁর থেকে রিওয়ায়াত করেছেন। বস্তুত তোমরা ইব্ন উমার (রা.) ব্যতীত রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কোন সাহাবীকে পাবে না যে, তিনি এতে উযূ করার ফাতওয়া প্রদান করেছেন এবং অধিকাংশ সাহাবী এ বিষয়ে তাঁর (ইব্ন উমার রা.) বিরোধিতা করেছেন।
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
474 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا الْأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّهُ كَانَ لَا يَرَى فِي مَسِّ الذَّكَرِ وُضُوءًا» فَهَذَا ابْنُ عَبَّاسٍ , قَدْ رُوِيَ عَنْهُ غَيْرُ مَا رَوَاهُ قَتَادَةُ , عَنْ عَطَاءٍ عَنْهُ. فَلَمْ نَعْلَمْ أَحَدًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْتَى بِالْوُضُوءِ مِنْهُ , غَيْرَ ابْنِ عُمَرَ. وَقَدْ خَالَفَهُ فِي ذَلِكَ أَكْثَرُ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
