শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৩২
অনুচ্ছেদঃ লজ্জাস্থান স্পর্শের কারণে উযূ ওয়াজিব হয় কি না?
৪৩২. সুলায়মান ইব্‌ন শু'আইব (র.) ..... বুসরা বিনতে সফওয়ান (র.) থেকে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ)কে বলতে শুনেছেনঃ কোন ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করলে উযূ করবে। যদি তারা বলেন, হিশাম ইব্‌ন উরওয়া (র.) ও তার পিতা উরওয়া (র.) থেকে এই হাদীসটি রিওয়ায়াত করেছেন। এই (রাবী) হিশাম সেই সমস্ত রাবীদের অন্তর্ভূক্ত নন, যাদের রিওয়ায়াত সম্পর্কে কোন বিতর্ক রয়েছে। তারপর তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেনঃ
باب مس الفرج هل يجب فيه الوضوء أم لا؟
432 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ، عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَتَوَضَّأُ الرَّجُلُ مِنْ مَسِّ الذَّكَرِ» فَإِنْ قَالُوا: فَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ أَيْضًا , هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ , وَهِشَامٌ , فَلَيْسَ مِمَّنْ يُتَكَلَّمُ فِي رِوَايَتِهِ بِشَيْءٍ. ثُمَّ ذَكَرُوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৪৩২ | মুসলিম বাংলা