শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৩০৫
অনুচ্ছেদঃ যে ব্যক্তি সহবাস করে; কিন্তু বীর্যপাত হয় না
৩০৫.ইয়াজিদ (রাহঃ)...... আব্দুল ওয়াসিব (রাহঃ) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি আলী (রাযিঃ)-এর উল্লেখ করেননি এবং উরওয়া (রাহঃ) কর্তৃক আবু আয়্যূব (রাযিঃ)-কে প্রশ্ন করার বিষয়টিও উল্লেখ করেননি।
باب الذي يجامع ولا ينزل
305 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ عَلِيًّا , وَلَا سُؤَالَ عُرْوَةَ أَبَا أَيُّوبَ

হাদীসের ব্যাখ্যা:

৩২২ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩০৫ | মুসলিম বাংলা