শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৭৭
আন্তর্জাতিক নং: ২৭৯
‘মনী’র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক?
২৭৭.ইউনুস (রাহঃ)......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (স)-এর কাপড় থেকে মনী ধৌত করতাম। তারপর তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন এবং তাঁর কাপড়ে তখনও পানির চিহ্ন বিদ্যমান থাকত।
২৭৮. আবু বিশর রকী (রাহঃ)...... আমর (রাহঃ) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
২৭৯.আলী ইবন শায়বা (রাহঃ)...... আমর সূত্রে অনুরুপ বর্ণনা করেছেন।
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এভাবে আয়িশা (রাযিঃ) নবী (স)-এর সালাত আদায়ের কাপড় থেকে মনী ধৌত করে ফেলতেন এবং যে কাপড়ে তিনি সালাত আদায় করতেন তা রগড়ে-ঘষে পরিষ্কার করতেন। উম্মু হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস-এর অনুকূলে রয়েছেঃ
২৭৮. আবু বিশর রকী (রাহঃ)...... আমর (রাহঃ) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
২৭৯.আলী ইবন শায়বা (রাহঃ)...... আমর সূত্রে অনুরুপ বর্ণনা করেছেন।
ইমাম আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এভাবে আয়িশা (রাযিঃ) নবী (স)-এর সালাত আদায়ের কাপড় থেকে মনী ধৌত করে ফেলতেন এবং যে কাপড়ে তিনি সালাত আদায় করতেন তা রগড়ে-ঘষে পরিষ্কার করতেন। উম্মু হাবীবা (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস-এর অনুকূলে রয়েছেঃ
باب حكم المني هل هو طاهر أم نجس؟
277 - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ وَبِشْرُ بْنُ الْمُفَضَّلِ , عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ , عَنْ سُلَيْمَانَ [ص:50] بْنِ يَسَارٍ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: «كُنْتُ أَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَخْرُجُ إِلَى الصَّلَاةِ وَإِنَّ بُقَعَ الْمَاءِ لَفِي ثَوْبِهِ»
278 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَمْرٍو، فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.
279 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا عَمْرٌو،. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَكَذَا كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا تَفْعَلُ بِثَوْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يُصَلِّي فِيهِ , تَغْسِلُ الْمَنِيَّ مِنْهُ وَتَفْرُكُهُ مِنْ ثَوْبِهِ الَّذِي كَانَ لَا يُصَلِّي فِيهِ. وَقَدْ وَافَقَ ذَلِكَ , مَا رُوِيَ عَنْ أُمِّ حَبِيبَةَ
278 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَمْرٍو، فَذَكَرَ بِإِسْنَادِهِ نَحْوَهُ.
279 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أنا عَمْرٌو،. فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَكَذَا كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللهُ عَنْهَا تَفْعَلُ بِثَوْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي كَانَ يُصَلِّي فِيهِ , تَغْسِلُ الْمَنِيَّ مِنْهُ وَتَفْرُكُهُ مِنْ ثَوْبِهِ الَّذِي كَانَ لَا يُصَلِّي فِيهِ. وَقَدْ وَافَقَ ذَلِكَ , مَا رُوِيَ عَنْ أُمِّ حَبِيبَةَ
