শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৩৯
অনুচ্ছেদঃ প্রত্যেক সালাতের জন্য অজু করা ফরয কিনা
২৩৯. ইবন খুজায়মা (রাহঃ)........ আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, একবার আবু মুসা আশ’আরি (রাযিঃ)-এর শিষ্যবৃন্দ উজূ করে জুহুরের সালাত আদায় করছেন। যখন আসরের ওয়াক্ত হল তাঁরা উজূ করার জন্য প্রস্তুত হলেন তখন আবু মুসা আশ’আরি (রাযিঃ) তাঁদেরকে বললেন, কী ব্যপার, তোমরা কি হাদাস (উজূ নষ্ট) করেছ? তাঁরা বললেন, না। তিনি বললেন, হাদাস ব্যতীত উজূ করা। কোন ব্যক্তি হাদাস ব্যতীত উজূ করলো, সে তো শীঘ্রই তার পিতা, ভাই, চাচা ও চাচাতো ভাইকে হত্যা করে ফেলতে পারে।
باب الوضوء هل يجب لكل صلاة أم لا؟
239 - حَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا حَجَّاجٌ قَالَ: ثنا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ أَصْحَابَ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ تَوَضَّئُوا وَصَلُّوا الظُّهْرَ. فَلَمَّا حَضَرَتِ الْعَصْرُ قَامُوا لِيَتَوَضَّئُوا فَقَالَ: لَهُمْ: مَا لَكُمْ؟ أَحْدَثْتُمْ؟ فَقَالُوا: لَا , فَقَالَ: «الْوُضُوءُ مِنْ غَيْرِ حَدَثٍ , لِيُوشِكَ أَنْ يَقْتُلَ الرَّجُلُ أَبَاهُ , وَأَخَاهُ , وَعَمَّهُ , وَابْنَ عَمِّهِ , وَهُوَ يَتَوَضَّأُ مِنْ غَيْرِ حَدَثٍ»
