শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২১১
আন্তর্জাতিক নং: ২১২
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২১১.ইবন মারজূক (রাহঃ) …… মুজাহিদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি ‘তা’ অক্ষরে যেরসহ وَأَرْجُلِكُمْ পড়েছেন।
২১২. ইবন মারজূক (রাহঃ) …… হাসান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তা অনুরুপ (যের দিয়ে) পড়েছেন।
রাসূলুল্লাহ (স) এর একদল সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা (পা) ধৌত করতেন। এই বিষয়ে বর্ণিত কিছু রিওায়ায়াত নিম্নরূপঃ
২১২. ইবন মারজূক (রাহঃ) …… হাসান (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তা অনুরুপ (যের দিয়ে) পড়েছেন।
রাসূলুল্লাহ (স) এর একদল সাহাবী থেকে বর্ণিত আছে যে, তাঁরা (পা) ধৌত করতেন। এই বিষয়ে বর্ণিত কিছু রিওায়ায়াত নিম্নরূপঃ
211 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، قَالَ: ثنا حُمَيْدٌ الْأَعْرَجُ، عَنْ مُجَاهِدٍ: «أَنَّهُ قَرَأَهَا» وَأَرْجُلِكُمْ " خَفَضَهَا.
212 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ قُرَّةَ، عَنِ الْحَسَنِ أَنَّهُ قَرَأَهَا كَذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَغْسِلُونَ. فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ
212 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ قُرَّةَ، عَنِ الْحَسَنِ أَنَّهُ قَرَأَهَا كَذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنْ جَمَاعَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ كَانُوا يَغْسِلُونَ. فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ
