শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২১০
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২১০.ইবন মারজূক (রাহঃ) …… শা’বি (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ কুরআন মজীদে (পা) মাসেহ করার বিধান অবতীর্ণ হয়েছে আর সুন্নাহতে ব্যাক্ত হয়েছে (পা) ধৌত করার বিধান।
210 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ، قَالَ: ثنا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ قَالَ: «نَزَلَ الْقُرْآنُ بِالْمَسْحِ، وَالسُّنَّةُ بِالْغَسْلِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান