শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২০৬
আন্তর্জাতিক নং: ২০৭
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২০৬.ইব্ন মারযূক (রাহঃ) ………কায়স (রাহঃ) থেকে এবং তিনি মুজাহিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ(কুরআনের) কিরাআতে ধৌত করা বুঝানাে হয়েছে এবং তিনি وَأَرْجُلَكُمْ যবর দিয়ে পড়েছেন।
২০৭. ইবন মারজূক (রাহঃ) …… হাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
২০৭. ইবন মারজূক (রাহঃ) …… হাম্মাদ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
206 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا يَعْقُوبُ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَيْسٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: «رَجَعَ الْقُرْآنُ إِلَى الْغسْلِ وَقَرَأَ» {وَأَرْجُلَكُمْ} [المائدة: 6] «وَنَصَبَهَا» .
207 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
207 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَمَّادٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ.
