শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২০৫
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২০৫.মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ)....... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ইব্ন আব্বাস (রাযিঃ) তা অনুরূপ পড়েছেন এবং বলেছেন যে, এই কিরাআতে ধৌত করা বুঝানাে হয়েছে।
205 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ هِشَامًا يَقُولُ: أنا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَرَأَهَا كَذَلِكَ وَقَالَ: «عَادَ إِلَى الْغَسْلِ»
