শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ২০২
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
২০২. ইব্ন মারযূক (রাহঃ) ………… যিরর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্ ইব্ন মাসউদ (রাযিঃ) উক্ত আয়াতে وَأَرْجُلَكُمْ যবর সহকারে পড়েছেন।
202 - مَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو دَاوُدَ , عَنْ قَيْسٍ , عَنْ عَاصِمٍ , عَنْ زِرٍّ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ قَرَأَ { «وَأَرْجُلَكُمْ» } [المائدة: 6] بِالْفَتْحِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০২ | মুসলিম বাংলা