শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১৮৪
অনুচ্ছেদঃ নামাযের উযূতে পা ধােয়া ফরয হওয়া প্রসঙ্গে
১৮৪.মুহাম্মাদ ইব্ন হাজ্জাজ হাযরামী (রাহঃ) ……… শুরাহবীল ইব্ন ছাম্ত (রাহঃ) থেকে বর্ণনা করেন
যে, তিনি বলেছেন : আমাদেরকে রাসূলুল্লাহ্ ﷺ থেকে কে হাদীস বর্ণনা করবে ? আমার ইব্ন আবাসা (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যখন কোন ব্যক্তি পানি চেয়ে এনে চেহারা ধোয়, চেহারা এবং দাড়ির প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু’হাত ধােয়, তখন আঙ্গুলের ডগার দিক দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন মাথা মাসেহ করে তখন চুলের প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু' পা ধােয় তখন পায়ের নিচ দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়।
যে, তিনি বলেছেন : আমাদেরকে রাসূলুল্লাহ্ ﷺ থেকে কে হাদীস বর্ণনা করবে ? আমার ইব্ন আবাসা (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ ﷺ-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ যখন কোন ব্যক্তি পানি চেয়ে এনে চেহারা ধোয়, চেহারা এবং দাড়ির প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু’হাত ধােয়, তখন আঙ্গুলের ডগার দিক দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন মাথা মাসেহ করে তখন চুলের প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু' পা ধােয় তখন পায়ের নিচ দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়।
184 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَجَّاجِ الْحَضْرَمِيُّ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، أَنَّهُ قَالَ: مَنْ يُحَدِّثُنَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ عَمْرُو بْنُ عَبَسَةَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا دَعَا الرَّجُلُ بِطَهُورِهِ فَغَسَلَ وَجْهَهُ , سَقَطَتْ خَطَايَاهُ مِنْ وَجْهِهِ وَأَطْرَافِ لِحْيَتِهِ , فَإِذَا غَسَلَ يَدَيْهِ سَقَطَتْ خَطَايَاهُ مِنْ أَطْرَافِ أَنَامِلِهِ , فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ سَقَطَتْ خَطَايَاهُ مِنْ أَطْرَافِ شَعْرِهِ , فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ , خَرَجَتْ خَطَايَا رِجْلَيْهِ مِنْ بُطُونِ قَدَمَيْهِ»
