শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১১৫
পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুতে তাসমিয়া তথা বিসমিল্লাহ পাঠের পরিচ্ছেদ
১১৫.ইউনুস (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ ﷺ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। যেমনটি তিনি বলেছেন সেই ব্যক্তি মু'মিন নয়, যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে রাত অতিবাহিত করে, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত।
كتاب الطهارة
باب التسمية على الوضوء
115 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , أَوْ كَمَا قَالَ: «لَيْسَ الْمُؤْمِنُ الَّذِي يَبِيتُ شَبْعَانَ وَجَارُهُ جَائِعٌ»
হাদীসের ব্যাখ্যা:
ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য প্রদান না করে যে ব্যক্তি পেট পুরে খায় সে ব্যক্তি মুসলমানধারী হলেও ঈমানের হাকীকত থেকে বঞ্চিত এবং তার এ ধরনের সংকীর্ণতা এবং স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)