শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৯৬
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৬.ইউনুস (রাহঃ)....... উম্মু সুবাইয়্যা আল-জুহাইনা (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এতে প্রমাণিত হয় যে, (প্রত্যেকে) পর্যায়ক্রমে (একজনের পরে অন্যজন) পাত্র থেকে পানি নিতেন।
96 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي أُسَامَةُ، عَنْ سَالِمِ بْنِ النُّعْمَانِ، عَنْ أُمِّ صَبِيَّةَ الْجُهَنِيَّةِ مِثْلَهُ. فَفِي هَذَا دَلِيلٌ عَلَى أَنَّ أَحَدَهُمَا قَدْ كَانَ يَأْخُذُ مِنَ الْمَاءِ بَعْدَ صَاحِبِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৯৬ | মুসলিম বাংলা