শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৯৫
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৯৫.লোকদের মাঝে বিরোধ তো সেই ব্যাপারে, যখন একজন অন্য জনের পূর্বে সূচনা করবে। সুতরাং এই বিষয়ে আমরা নিম্নোক্ত হাদীসগুলো লক্ষ্য করছি :
আলী ইবন মা'বাদ (রাহঃ)...... সালিম (রাহঃ) উম্মু ছুবাইয়্যা আল-জুহানিয়্যা থেকে [(যার সম্পর্কে তাঁর ধারণা যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সাক্ষাত করেছেন এবং তাঁর (পবিত্র হাতে) | বাইয়াতও করেছেন- বর্ণনা করেন যে, তিনি বলেছেন : একই পাত্র থেকে পানি দিয়ে উযূ করার সময় আমার এবং রাসূলুল্লাহ (ﷺ) এর হাত পর্যায়ক্রমে পাত্রে প্রবেশ করত।
আলী ইবন মা'বাদ (রাহঃ)...... সালিম (রাহঃ) উম্মু ছুবাইয়্যা আল-জুহানিয়্যা থেকে [(যার সম্পর্কে তাঁর ধারণা যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সাক্ষাত করেছেন এবং তাঁর (পবিত্র হাতে) | বাইয়াতও করেছেন- বর্ণনা করেন যে, তিনি বলেছেন : একই পাত্র থেকে পানি দিয়ে উযূ করার সময় আমার এবং রাসূলুল্লাহ (ﷺ) এর হাত পর্যায়ক্রমে পাত্রে প্রবেশ করত।
وَإِنَّمَا التَّنَازُعُ بَيْنَ النَّاسِ إِذَا ابْتَدَأَ أَحَدُهُمَا قَبْلَ الْآخَرِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ، فَإِذَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَدْ
95 - حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمٍ، عَنْ أُمِّ صَبِيَّةَ الْجُهَنِيَّةِ قَالَ: وَزَعَمَ أَنَّهَا قَدْ أَدْرَكَتْ وَبَايَعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» .
95 - حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ سَالِمٍ، عَنْ أُمِّ صَبِيَّةَ الْجُهَنِيَّةِ قَالَ: وَزَعَمَ أَنَّهَا قَدْ أَدْرَكَتْ وَبَايَعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «اخْتَلَفَتْ يَدِي وَيَدُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْوُضُوءِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ» .
