শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮১
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮১. হুসাইন ইবন নসর........ হাকাম আল-গিফারী বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) স্ত্রী লোকের উচ্ছিষ্ট পানি ব্যবহার করতে (পুরুষের) নিষেধ করেছেন।
পর্যালোচনা
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তাঁরা মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষের জন্য উযূ করা অথবা পুরুষ কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদের জন্য উযূ করা মাকরূহ সাব্যস্ত করেছেন।
পর্যালোচনা
ইমাম আবু জাফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তাঁরা মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষের জন্য উযূ করা অথবা পুরুষ কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদের জন্য উযূ করা মাকরূহ সাব্যস্ত করেছেন।
باب سؤر بني آدم
81 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، عَنْ سَوَادَةَ بْنِ عَاصِمٍ، أَبُو حَاجِبٍ، عَنِ الْحَكَمِ الْغِفَارِيِّ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سُؤْرِ الْمَرْأَةِ» . قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذِهِ الْآثَارِ، فَكَرِهُوا أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ، أَوْ تَتَوَضَّأَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ.
