শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮০
মানুষের উচ্ছিষ্টের হুকুম
৮০.আলী ইবন মা'বাদ (রাহঃ)....... হাকাম আল-গিফারী (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ মহিলা কর্তৃক ব্যবহৃত ‘পানির অবশিষ্টাংশ' দিয়ে বা তাদের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করতে পুরুষদের নিষেধ করেছেন। তিনি এই দুটি কথার মধ্যে কোনটি বলেছিলেন, রাবী আবু হাজিব (রাহঃ) এ ব্যাপারে তাঁর অজ্ঞতা প্রকাশ করেছেন।
باب سؤر بني آدم
80 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، قَالَ: سَمِعْتُ أَبَا حَاجِبٍ يُحَدِّثُ عَنِ الْحَكَمِ الْغِفَارِيِّ قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَوَضَّأَ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ أَوْ بِسُؤْرِ الْمَرْأَةِ» لَا يَدْرِي أَبُو حَاجِبٍ أَيُّهُمَا قَالَ
