শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৩
৩- কুকুরের উচ্ছিষ্টের হুকুম
৬৩.আলী ইব্ন মা'বাদ (রাহঃ)....... আবু হুরায়রা (রাযিঃ) এর বরাতে নবী যে, থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন : কোন পাত্রে খেন কুকুর মুখ দিবে তখন তা সাত বার ধৌত কর।
بَابُ سُؤْرِ الْكَلْبِ
63 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ شُعْبَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ذَكْوَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ» .
