আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৮৩২
আল্লাহর বাণীঃ وتقطعوا أرحامكم "এবং আত্মীয়ের বন্ধন ছিন্ন করবে।"
৪৪৭৩। বিশর ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... মুআবিয়া ইবনে আবুল মুযাররাদ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। (আবু হুরায়রা বলেন) রাসূল (ﷺ) বলেছেন, ইচ্ছা হলে তোমরা পড়, (ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে)।
