শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫১
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৫১. আবু বাকরা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন পাত্রে বিড়াল মুখ দিবে তখন একবার বা দুইবার (সন্দেহটা বর্ণনাকারী কুররার) ধৌত করার পর পবিত্র হয়ে যাবে। এই হাদীসটি সনদের দিক দিয়ে মুত্তাসিল (ধারাবাহিক সনদ সম্বলিত) এবং এটি প্রথমোক্ত রিওয়ায়াতসমূহের বিষয়বস্তুর পরিপন্থী। আর এটি সনদের বিশুদ্ধতার কারণে সেই সমস্ত হাদীসসমূহের উপরে প্রাধান্য পাওয়ার দাবি রাখে। যদি সনদের দিকটির প্রতি লক্ষ্য করা হয়, তাহলে বিরোধী রিওয়ায়াত অপেক্ষা এটা গ্রহণ করা অধিকতর শ্রেয় বিবেচিত হবে। কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, হিশাম ইবন হাসানের (রাহঃ) এই হাদীসটি মুহাম্মাদ ইবন সীরীন (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন, কিন্তু তিনি তা মারফূ'রূপে বর্ণনা করেন নি। আর এই সম্পর্কে এরূপ উল্লিখিত হয়েছেঃ
كتاب الطهارة
باب سؤر الهر
51 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا أَبُو عَاصِمٍ عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَهُورُ الْإِنَاءِ إِذَا وَلَغَ فِيهِ الْهِرُّ أَنْ يُغْسَلَ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ» . قُرَّةُ شَكَّ، وَهَذَا حَدِيثٌ مُتَّصِلُ الْإِسْنَادِ , فِيهِ خِلَافُ مَا فِي الْآثَارِ الْأُوَلِ , وَقَدْ فَصَّلَهَا هَذَا الْحَدِيثُ لِصِحَّةِ إِسْنَادِهِ. فَإِنْ كَانَ هَذَا الْأَمْرُ يُؤْخَذُ مِنْ جِهَةِ الْإِسْنَادِ، فَإِنَّ الْقَوْلَ بِهَذَا أَوْلَى مِنَ الْقَوْلِ بِمَا خَالَفَهُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান