শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২৮
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
২৮. ইয়াযীদ (রাহঃ)...... হাম্মাদ ইবন সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আসিম ইবন মুনযির (রাহঃ) তাদেরকে বলেছেন যে, আমরা একবার আমাদের বাগানে অথবা উবায়দুল্লাহ্ ইবন আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ)-এর বাগানে ছিলাম। তখন যুহরের সালাতের সময় হয়ে গিয়েছিল। তিনি (উবায়দুল্লাহ্) বাগানের এক কুয়োর দিকে চলে গেলেন এবং তা থেকে উযূ করলেন, অথচ তাতে মৃতপ্রাণীর চামড়া পড়ে রয়েছিল। আমি বললাম, আপনি কি এর থেকে উযূ করেছেন, অথচ এতে তা (চামড়া) রয়েছে ? উবায়দুল্লাহ্ (রাহঃ) বললেন, রাসূলুল্লাহ্ বলেছেনঃ যখন পানি দুই কুল্লা পরিমাণের হবে, তখন তা নাপাক হবে না।
باب الماء يقع فيه النجاسة
28 - حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: ثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَنَّ عَاصِمَ بْنَ الْمُنْذِرِ أَخْبَرَهُمْ قَالَ: كُنَّا فِي بُسْتَانٍ لَنَا أَوْ بُسْتَانٍ لِعُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ , فَحَضَرَتِ الصَّلَاةُ صَلَاةُ الظُّهْرِ , فَقَامَ إِلَى بِئْرِ الْبُسْتَانِ فَتَوَضَّأَ مِنْهُ، وَفِيهِ جِلْدُ بَعِيرٍ مَيِّتٍ، فَقُلْتُ: أَتَتَوَضَّأُ مِنْهُ وَهَذَا فِيهِ؟ فَقَالَ عُبَيْدُ اللهِ: أَخْبَرَنِي أَبِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَنْجُسْ»
