শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ২২
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
২২. ইবরাহীম ইব্ন মুনকিয আল-উসফুরী (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন : “এবং তাতে জুনুবী (অপবিত্র ব্যক্তি) গোসল করবে না”।
باب الماء يقع فيه النجاسة
22 -. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ الْعُصْفُرِيُّ، قَالَ: حَدَّثَنِي إِدْرِيسُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: «وَلَا يَغْتَسِلُ فِيهِ جُنُبٌ»
হাদীসের ব্যাখ্যা:
১৪ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
