শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ১২
পানিতে নাপাকী পড়লে কী করণীয়ঃ
১২. আবু বাকরা বাক্কার ইব্‌ন কুতায়বা বাক্রাবী (রাহঃ)...... আমর ইব্‌ন দীনার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি তাউস (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ) ও এই হাদীস নবীজী ﷺ থেকে বর্ণনা করেছেন।
باب الماء يقع فيه النجاسة
12 - حَدَّثَنَا بِذَلِكَ أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ الْبَكْرَاوِيُّ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، بِذَلِكَ. وَقَدْ رُوِيَ عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১২ | মুসলিম বাংলা